Md. Dalowar Hossain Khan

মানবাধিকার কর্মি হতে হলে একজন ব্যক্তির বা মানুষের বেঁচে থাকার মৌলিক যে অধিকার তা সম্পর্কে জ্ঞান বা ধারণা থাকতে হবে।যেমন অন্ন, বস্ত্র, বাসস্থানও চিকিৎসা। ফের রাষ্ট্রীয় আইনে বিচার পাওয়ার আইন সম্পর্কে ধারনা থাকতে হবে। একজন ব্যক্তির যখন ঐ সব অধিকার চরমভাবে লঙ্ঘিত হয় তখন জোরালো প্রতিবাদ করা বিশ্ব দরবারে তা প্রকাশিত করা একজন মানবাধিকার কর্মীর দায়িত্ব। বিশ্বে অহরহ ঘটছে মানবাধিকার লঙ্ঘন । অধিকাংশ রাষ্ট্র কাগজে এক আইন অন্তরে ক্ষমতার লোলোভ দৃষ্টির জন্য চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে অন্য জঙ্গলি আইন চালাচ্ছে। এটা বিবেকবোধ মানুষের জন্য লজ্জাজনক। অন্ততঃ পক্ষে একজন লোকের রাষ্ট্রীয় আইনে বিচার পাওয়ার অধিকার সব নাগরিকের আছে। অনেক রাষ্ট্র যখন নিজে ঠাণ্ডা মাথায় তার নাগরিকদের হত্যা গুম করে ক্ষমতার / সম্পদের / পেশি শক্তির অপব্যবহারের জন্য নানা মিথ্যা অজুহাত দেখিয়ে জনগণ কে বোকা বানায় জুলূম অত্যাচর করে হত্যা করে তখনই মানবাধিকার কর্মীর ভূমিকা আসে ।আমরা চাইনা বিশ্বে একজন ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন হউক।